মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩ নং মুস্নিবাজার ইউনিয়ন জাতীয়তা বাদী যুব দলের ৫১ সদস্যবিশিষ্ট আাহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। উপজেলা যুব দলের কার্য নির্বাহী সংসদ এ কমিটি অনুমোদনদিয়েছে। দীর্ঘদিন ধরে মুস্নিবাজার যুব দলের কমিটি গঠন নিয়ে চলছিল আলোচনা ব্যাপক আলোচনাসমালোচনা।কে আসবে মুস্নিবাজার ইউনিয়ন শাখার নেতৃত্বে? অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়েঘোষণা করা হয়েছে মুস্নিবাজার ইউনিয়ন যুবদলের নতুন আাহবায়ক কমিটি। কমিটিতে আহবায়ক আলতাফুররহমান শিপলু, মোঃ রায়হান আহমেদ রাজু, সদস্য সচিব রায়হান ইসলাম মহসিন, সিনিয়র সদস্য সেলিম আহমেদশাকিল,সহ ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি
গঠন করা হয়।
Developed By Radwan Web Service