কমলগঞ্জে কৃষিতে বেড়েছে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার। চলতি আমন মৌসুমে উপজেলার কৃষকরা কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ব্যাপকহারে জমি থেকে ধান কাটা ও মাড়াই করছেন। ফলে একদিকে সময় ও খরচ বাঁচায় অন্যদিকে শ্রমিক সংকটের অভাব কিছুটা দুর হচ্ছে। উপজেলার কৃষকরা জানান, বিশেষ করে আমন মৌসুমে শ্রমিকের তীব্র সংকট দেখা দেয়। সময়মতো ধান কাটা মাড়াই করা যায়না। আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার দিনদিন বাড়ছে। কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে এক সাথে ধান কাটা মাড়াই করা যাচ্ছে। এতে করে কৃষকদের খরচ ও সময় অনেক কম লেগেছে। গত দুবছর ধরে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে অনেক কৃষক উপকৃত হয়েছেন বলে তাঁরা জানান। উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা যায়, গত দুই বছরে এ উপজেলায় হাওর ও ননহাওর এলাকায় ১১ টি কম্বাইন্ড হারভেস্টার আধুনিক মেশিন বিতরণ করা হয়েছে। হাওর এলাকায় সরকার ৭০ শতাংশ ও নন-হাওর এলাকায় ৫০ শতাংশ ভর্তুকি দিয়েছে। এ মেশিন দিয়ে কৃষকরা অতি সহজে ধান কাটা ও মাড়াই করতে পারেন। শুধু এই মেশিন নয় সরকারি ভর্তুকির মাধ্যমে আরও অনেক ধরনের কৃষি যন্ত্র প্রদান করা হয়েছে। যে কোন কৃষক ভাড়ার মাধ্যমে এ যন্ত্র ব্যবহার করতে পারেন সরেজমিনে উপজেলার পতনঊষার, শমশেরনগর, রহিমপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়, কৃষকেরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কম্বাইন্ড হারভেস্টার আধুনিক মেশিন দিয়ে ধান কাটছেন। এ মেশিন ধান কাটার পাশাপাশি একইসাথে মাড়াই এবং খড় বের করছে। ফলে শ্রমিক সংকট কিছুটা দুর হচ্ছে বলে কৃষকেরা জানান। পতনঊষার ইউনিয়নের কৃষক ইয়াওর আলী বলেন, শ্রমিক সংকটের কারণে ধান কাটতে আমার বিলম্ব হয়েছে। পরে কম্বাইন্ড হারভেস্টার এর মাধ্যমে ১ একর জমির ধান কাটা মাড়াই করেছি ৪ হাজার ৮০০ টাকা দিয়ে। এতে আমার কিছু খরচ কমেছে, সময় ও শ্রমিক সংকট দুর হয়েছে। এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, এ উপজেলায় ১১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন আছে। একদিনে ৮ থেকে ১০ একর জমির ধান কাটা মাড়াই ও পরিষ্কার করতে পারে। এতে কৃষকে খরচও কম হয় অন্যদিকে শ্রমিক সংকট দুর হয়। সরকার কৃষিতে অল্প খরচে বেশি ফসল উৎপাদন বাড়ানো জন্য বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র ভর্তুকি প্রদান করছে।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি