কমলগঞ্জে হযরত শাহ আজম রহ দরগাহ শরীফের পীর ছাহেব,হাজারো আলেমদের উস্তাদ, উস্তাদুল উলামা, হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব রহ. এর ১ম বার্ষিকী ঈসালে সওয়াব ও দোয়ার মাহফিল হযরত শাহ আজম রহ দরগাহ শরীফ অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সকাল ১০ থেকে পবিত্র কোরআন শরীফের খতম, খতমে খাজেগান, দালায়িলুল খাইরাত খতম, হিজবুল বাহার শরীফের খতম করা হয়। বাদ মাগরিব থেকে ধারাবাহিক ভাবে আলোচনা করেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আবদুর রহিম ছাহেব, ভানুগাছ সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মূফতী আলাউদ্দিন সাহেব, আলহাজ্ব হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাসুক সাহেব। অতিথি বৃন্দ তাদের আলোচনায় বলেন,নিঃসন্দেহে হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব রহ ছিলেন,একজন দরবেশ, সুফি,আল্লাহ তায়ালা একজন মকবুল ওলি। এবং তার প্রতিষ্ঠিত দ্বীনি মাদ্রাসা ও মসজিদ দ্বীনি খেদমতে এক উজ্জ্বল দৃষ্টান্ত। নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমে ও আউলিয়া কেরামের মহব্বতে সিক্ত হয়েছে হযরত শাহ আজম রহ দরগাহ শরীফ।
ঈসালে সাওয়াব ও দোয়ার মাহফিল উপস্থিত ছিলেন হযরত শাহ আজম রহ দরগাহ জামে মসজিদের মোতাওয়াল্লী আবদুল গনি মাষ্টার, এলাকার বিশিষ্ঠ মুরব্বী মোহাম্মদ নজব উল্লাহ, মোহাম্মদ আতাউর রহমান, কমলগঞ্জ পৌরসভা সভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ আহাদুর রহমান বুলু, হযরত শাহ আজম রহ সুযোগ্য নাতি কাজী মাওলানা মুহিউচ্ছুন্নাহ আজমী, মৌলভীবাজার জেলার আল ইসলাহ সদস্য কাজী মাওলানা আলম চৌধুরী, মৌলভীবাজার আল ইসলাহ মোহাম্মদ জুবায়ের আহমদ, কমলগঞ্জ পৌর আল ইসলাহ সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সম্পাদক মোহাম্মদ শাহ জলিল, মোহাম্মদ আহাদ আলী, কুমড়াকাপন পুরাতন জামে মসজিদের ইমাম কাজী মাওলানা আবদুল কাইয়ূম আল-কাদরী, পৌর আল ইসলাহ সহ- সাধারণ সম্পাদক মাওলানা সিহাব আহমদ, মোহাম্মদ ফোয়াদ তরফদার, মোহাম্মদ আবদুর রহমান, মোহাম্মদ মহিদ মিয়া, মোহাম্মদ ওয়াহিদ মিয়া, হযরত শাহ আজম রহ দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ ক্বারী ইয়াছিন আলী, হযরত শাহ আজম রহ. হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসা প্রধান শিক্ষক হাফিজ ক্বারী নরুল ইসলাম, মোহাম্মদ লোকমান মিয়া, ডা. নূর উদ্দীন, মোহাম্মদ মাহবুব হাসান রুমন,মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ,
ডাঃবাবুল হোসেন, ডাঃ বেলাল হোসেন,মোহাম্মদ মুক্তিযুদ্ধা আনছর মিয়া
মোহাম্মদ লালন আহমদ ,পৌর তালামীযের সহ সভাপতি মোহাম্মদ হিফজুল রহমান, মোহাম্মদ আতিকুর রহমান শান্ত, ০৮ নং ওয়ার্ড তালামীয সভাপতি মোহাম্মদ শাহ জাহান, ০৮ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আবদুর রশিদ, সম্পাদক শিপন আহমদ ০৭ নং ওয়ার্ড আল ইসলাহ সভাপতি মোহাম্মদ ক্বারী ডাঃ মোস্তাক আহমদ, হাফেজ কারী আবদুল করিম, মোহাম্মদ আবদুল মজিদ,মোহাম্মদ মামুন আহমদ, সহ এলাকার সম্মানিত ইমাম ছাহেব বৃন্দ, আলেম উলামা ও হযরত শাহ আজম রহ.ও হযরত মাওলানা মোশাররফ আলী ছাহেব রহ মুরিদীন, মুহিব্বীন ভক্ত বৃন্দ সহ সকলের উপস্থিতি ছিল।
ঈসালে সাওয়াব ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন হজরত শাহ আজম রহ দরগাহ শরীফের বর্তমান পীর ছাহেব হজরত মাওলানা মূফতী শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী ছাহেব।
Developed By Radwan Web Service