কমলগঞ্জ উপজেলার প্রস্তাবিত উসমানগড় উপজেলা বাস্তবায়ন কমিটির অন্যতম উপদেষ্টা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত, প্রয়াত ভাষা সৈনিক ও শ্রমিক নেতা কমরেড মফিজ আলীর অনুজ ধূপাটিলা গ্রামের রেজাউল করিম এর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। উসমানগড় উপজেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে ৮ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭ ঘটিকায় পতনঊষার ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উসমানগড় উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. সিকন্দর আলী, কুলাউড়ার নয়াবাজার কে.সি উচ্চ বিদ্যালয়র প্রাক্তন প্রধান শিক্ষক আতাউর রহমান, সমাজ সেবক ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু, প্রভাষক আব্দুল আহাদ, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সমাজকর্মী মাহমুদুর রহমান বাদশাহ, উসমানগড় উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল লতিফ, ফেরদৌস আহমদ, ডা. মো. আবু বক্কর, মো. আব্দুল মোছাব্বির, কামরান চৌধুরী, হিফজুর রহমান বকস প্রমুখ। সভায় আলোচকরা বলেন, দীর্ঘ পাকিস্তান আমল থেকে পতনউষার ইউনিয়নের প্রস্তাবিত উসমানগড় নামক স্থানে কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে। এসব আন্দোলনের সাথে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব প্রয়াত রেজাউল করিম ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন। তাছাড়া স্থানীয় গ্রামে রেজউল করিম মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি