• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কমলগঞ্জে আমনের বাম্পার ফলন, কৃষকরা খুশি-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

আমন ধানের বাম্পার ফলনে খুশি কমলগঞ্জের কৃষকরা। চলতি মৌসুমে অতিবৃষ্টি ও সকল প্রতিকুলতা কাটিয়ে উঠে জমিগুলোতে এখন বাতাসে রোপা আমন ধানের শীষ দোল খাচ্ছে। ধানের ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। ইতোমধ্যে চাষিরা আমন ধান ঘরে তোলা শুরু করেছেন।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি আমন মৌসুমে ১৭ হাজার ২৭৫ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদ হয়েছে।ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ ৯৭ হাজার ৪৬৩ মেট্রিক টন। উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় দিগন্তজুড়ে সোনালী ধানের শীষ দোল খাচ্ছে বাতাসে। স্থানীয় কৃষকদের সাথে কথা বললে তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক পরিচর্যা ও রোগবালাই কম হওয়ায় চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। ধান চাষী আলমগীর মিয়া, খোকা দেব, মবশ্বির আলী, শামসু বক্ত ও আজাদ মিয়া  বলেন, এবার আবহাওয়া অনুকুলে থাকায় আমনের ভাল ফলন হয়েছে। পোকা ও রোগ থেকে আমন ধান বাঁচাতে বালাইনাশক দেয়া হয়েছে। বাজারে ধানের ভালো মূল্য হওয়ায় আমন চাষে খরচ বাদ দিয়ে লাভবান হতে পারবো বলে আশা করছি।কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম (অতিরিক্ত দায়িত্ব)  জানান, আবহাওয়া অনুকুল থাকায় রোপা আমন ধানের ভালো ফলন হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এছাড়া পোকা-মাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে কাজ করেছেন।বাজারে ধানের দামও ভালো আশাকরি কৃষকরা লাভবান হবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service