• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

কমলগঞ্জে আমন ধান চাল সংগ্রহের উদ্বোধন-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

গুদামের গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমলগঞ্জে সরকারিভারে আমন ধান চাল সংগ্রহ ২০২২-২৩ অভিযান এর উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৪ ডিসেম্বর দুপুর ১ টায় ভানুগাছ খাদ্য গুদামে ফিতা কেটে আমন ধান চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকাবাল মিলন, সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দিপক চন্দ্র মন্ডল, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার আমন মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা ৯৫১ মেট্রিক  টন। প্রতি কেজি ২৮ টাকা দরে ক্রয় করা হবে। এছাড়া প্রতি কেজি চাল ৪২ টাকা করে ১৫১ মেট্রিক টন চালের চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service