কমলগঞ্জ উপজেলার শহীদনগর আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক পতনঊষার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অলি আহমদ খান ও পরিষদের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।মঙ্গলবার ২০ ডিসেম্বর সকাল ১১টায় শহীদনগর আদর্শ বিদ্যানিকেতনের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গানে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কমরেড সিকান্দার আলীর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুর রশিদ ফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সমাজসেবক এখলাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সমাজসেবক আশিস কুমার বসু প্রমুখ।সংবর্ধিত সদস্যরা হলেন, পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমদ খান, সাধারণ ওয়ার্ড সদস্য রিপন ইসলাম, ইব্রাহিম আলী, আলাল মিয়া, আব্দুল মুমিন, আব্দুল মুহিত, তোয়াবুর রহমান, আব্দুল হান্নান, সিরাজ খান, আসিক মিয়া ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য সেলিনা বেগম, রওশনারা রেফা, নূরজাহান ইসলাম।
Developed By Radwan Web Service