খ্রিস্টান ধর্মের বড়দিন উপলক্ষে কমলগঞ্জে খ্রিষ্টান সম্প্র্রদায়ের বিভিন্ন গীর্জা ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।বুধবার ২১ ডিসেম্বর দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা’র আয়োজনে মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদান বিতরণ করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান (মান্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ডবলছড়া খাসিয় পুঞ্জির হেডম্যান (মান্ত্রী) পিডিশন প্রধান সুচিয়াং। অনুষ্ঠানের শুরুতে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।অনুষ্ঠানে শুভ বড়দিন উপলক্ষে কমলগঞ্জের খাসিয়া পুঞ্জি, চা বাগানসহ ৪৩টি গীর্জা এবং নৃ-তাত্বিক জনগোষ্ঠীর মাঝে সাড়ে ৪ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি