কমলগঞ্জে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ কমলগঞ্জ উপজেলার আলীনগর ও শমশেরনগর সড়ক ইউনিয়নের অন্তর্গত রাস্তায় সোলার সড়ক বাতি স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার ২০ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে এবং কমলগঞ্জ উপজেলা পরিষদ এর বাস্তবায়নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাজের শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, জাইকা প্রতিনিধি মুজিবুর রহমান, সাউর্দান গ্রুপ প্রতিনিধি এবিএম শাহজালাল আকন্দ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু, মোনায়েম খানসহ আরো অনেকে। সাউর্দান গ্রুপ কর্তৃক নির্মিত আলীনগর-শমশেরনগর ৫ কিলোমিটার রাস্তায় ৯৪টি সোলার বাতি স্থাপন প্রকল্পে প্রায় ২৮ লক্ষ টাকা ব্যয় হবে।
Developed By Radwan Web Service