আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ১৩ জন রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জের বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগিতায় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা ও রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক শমশেরনগর শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার রিপন মজুমদার, ইসলামি ব্যাংক শমশেরনগর উপ-শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, রেমিট্যান্স যোদ্ধা সৌদি প্রবাসী সালেহ আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান, শাব্বির এলাহী, নির্মল এস পলাশ প্রমুখ। রেমিট্যান্স যোদ্ধা সালেহ আহমেদ বলেন, প্রবাস থেকে টাকা পাঠাতে কিছু সহজ নীতি নিলে ও প্রয়োজনে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং চালু করে শাখা বাড়াতে হবে। যাতে প্রবাসীরা সহজে সে সব শাখার মাধ্যমে বৈদেশিক মূদ্রা দেশে পাঠাতে পারে। তাহলে হোন্ডি ব্যবসা অনেকটা কমে যাবে।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি