কমলগঞ্জ উপজেলার ছলিম বাড়ির, ছলিমউল্লাহ চৌধুরীর নাতি মরহুম আব্দুল করিম চৌধুরী (ইন্তাজ মিয়া) সাহেবের পুত্র আলহাজ্ব তৌহিদুল ইসলাম চৌধুরী
(মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্যালয়ের সাবেক সুপারিন্টেনডেন্ট) ২৫/১২/২০২২ তারিখে রাগিব রাবেয়া মেডিকেল কলেজে ইন্তেকাল করেছেন।
إِنَّا ِلِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
মরহুমের নামাজের জানাজা আগামীকাল ২৬ ডিসেম্বর রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় সলিমগঞ্জ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
জনাব তৌহিদুল ইসলাম চৌধুরী এক যুগেরও বেশি সময় ধরে, কিডনি এবং পাকস্থলীর রোগে আক্রান্ত ছিলেন। তিনি ছলিমউল্লাহ মসজিদের মতোয়াল্লি, এবং নজরানা হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নামে ছলিমগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী সৈয়দা রুনা বেগম (সিনিয়র শিক্ষিকা কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়), দুই ছেলে হাসান চৌধুরী শিপন (ফান্ডরাইজিং ম্যানেজার, লন্ডন), আহসান কবির চৌধুরী রিপন (সিনিয়র অফিসার, জনতা ব্যাংক), এক মেয়ে এবং নিকট আত্মীয়সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শোকের এই সময়ে আমরা পরিবারের প্রতি ধৈর্য, সাহস এবং শান্তি কামনা করি। দোয়া করি মহান আল্লাহতালা যেন মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরীকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। আমিন!
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি