মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে ৭ দিনব্যাপি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সংস্কৃতি মন্ত্রণালয় আওতাধীন মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমিতে ৭ দিনব্যাপি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন লেখক ও গবেষক আহমদ সিরাজ।
মণিপুরি ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী সদস্য শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, কমলগঞ্জ উপজেলা আইসিটি বিভাগের সহকারি প্রোগ্রামার রকিবুল হক, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Developed By Radwan Web Service