• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

রাজনগরে ২৭০ পিস ইয়াবাসহ নারী আটক-কমলগঞ্জ বার্তা

রাজনগর প্রতিনিধি॥ / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

২৭০ পিস ইয়াবাসহ কুলসুম বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজনগর থানা পুলিশ। সোমবার ৯ জানুয়ারি মধ্যরাতে পৈতুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার রাত ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের তঞ্জব আলির বাড়িতে বিপুল পরিমাণে ইয়াবা মজুদ রয়েছে। পরে এসআই সুলেমান আহমেদ সঙ্গীয় ফোর্সসহ পৈতুরা গ্রামের তঞ্জব আলির বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তঞ্জব আলি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ কুলসুম বেগম নামে এক নারীকে আটক করে। পরে আটককৃত কুলসুম বেগমের দেখানো মতে তার বাড়িতে তল্লাশি করে ২৭০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। আটককৃত  কুলসুম বেগম ও পলাতক  তঞ্জব আলিকে আসামি করে রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত কুলসুম বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি তঞ্জব আলিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service