মৌলভীবাজার ৪ (কমলগঞ্জ – শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ-কে কৃষি মন্ত্রী নিযুক্ত করায় কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন কর্তৃক গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ (২৭জানুয়ারি) বিকেলে উপজেলার চাদনী কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড এস এম আজাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ সংসদীয় আসনের সংসদ সদস্য জিল্লুর রহমান এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, কুলাউড়া আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, মন্ত্রী কন্যা ঊম্মে ফারজানা ডায়নাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ, কমলগঞ্জ উপজেলার আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুর থেকে কমলগঞ্জ উপজেলায় ছিল উৎসবমুখর পরিবেশ।
ব্যানার ফেস্টুন সহকারে মিছিল নিয়ে নেতাকর্মীরা
সবাস্থলে উপস্থিত হতে থাকে। কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ সহ বিভিন্ন স্তর স্থানের নেতা কর্মীরা এতে উপস্থিত ছিলেন।
প্রতিবেদনটি লেখাক পর্যন্ত অনুষ্ঠান চলছিলো।
Developed By Radwan Web Service