• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কৃষি মন্ত্রীর দায়িত্ব পেলেন উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশ সরকারের এবারই প্রথম পূর্ণ মন্ত্রী হিসেবে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। বুধবার তিনি মন্ত্রী সভায় শপথ গ্রহনে অংশ গ্রহন করেন। বৃহস্পতিবার বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দায়িত্ব বণ্টন করেন।।অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এরপর প্রথমে পূর্ণ মন্ত্রীরা শপথ নেন। পরে প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। পূর্ণ মন্ত্রীর খবর ছড়িয়ে পড়লে পর্যটন নগরী ও চায়ের রাজ্য মৌলভীবাজারের জনপদে খুশীর ঢল নামে। তার নির্বাচনী এলাকাসহ অন্যান্য আসনে মিষ্টি বিতরণ করা হয়। পূর্নমন্ত্রী হওয়ার খবরে জেলা আওয়ামী লীগ ও তার নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জের নেতৃবৃন্দরা বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দ মিছিল বের করেন। এ ব্যাপারে কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জুয়েল আহমেদ বলেন, ‘যোগ্য ও অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান হিসাবে তাকে মন্ত্রীর তালিকায় স্থান দেয়া হয়েছে। এতে মেডিকেল কলেজ স্থাপন, পর্যটন উন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়ন দ্রুত তরাম্বিত হবে। টানা সাত বারের এমপি হওয়ার রেকর্ড গড়েছেন আমাদের নেতা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি স্যারের। ৭ বারের মতো এমপি হওয়ায় আমরা গর্বিত। তিনি কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলা বাসীর অহংকার। উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি স্যারের কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সন্তুষ্ট। আর এ জন্য তিনি তাকে মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় আমরা কমলগঞ্জ-শ্রীমঙ্গলবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।’ শ্রীমঙ্গল ও কমলগঞ্জবাসী বলছেন এবার আমরা আরো একধাপ এগিয়ে গেলাম। তিনি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা সাতবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৫ বছর তিনি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি’র দায়িত্ব পেয়েছিলেন। এবার তিনি পূর্নমন্ত্রী হিসেবে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন। উল্লেখ্য- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মো. আব্দুস শহীদ ২১২৪৯১টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল মুহিত হাসানী (মোমবাতি) প্রতীকে ৫৩৯০, আনোয়ার হোসাইন (মিনার) ৫০৬৮ ভোট পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service