আজ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।বৃহস্পতিবার সকাল ০৯:৩০ ঘটিকায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) মহোদয়।এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন, ডিএসবির ডিআইও-১ জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ জনাব কে এম নজরুল পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Developed By Radwan Web Service