শিক্ষা সংগঠন সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতার প্রায় সকল শাখায় প্রায় অর্ধশতাব্দিকাল তাঁর রয়েছে একটানা সফল বিচরন। মীর লিয়াকত আলী একজন পরিচ্ছন্ন নিরলস নিভৃতচারী সব্যসাচী। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে সাহিত্যের প্রায় সকল শাখার উপকরন। কবিতা, ছড়া, কল্পকাহিনী, গীতিনাট্য, কাব্যনাটক, ছোটগল্প, কলাম, গীতিকবিতা, উপন্যাস, রূপকথা, প্রবন্ধ, গবেষণা, নাটক, অনুবাদ সাহিত্য, শিশুকিশোর সাহিত্য, নিবন্ধ, জীবন বৈচিত্র ইত্যাদি। এর মধ্যে প্রকাশিত উপন্যাস সমগ্র, গল্প সমগ্র, সঙ্গীত সমগ্র, কবিতা সমগ্র উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধের উপর তাঁর লেখা একাধিক উপন্যাস ইতোপূর্বে প্রশংসিত হয়েছে।
জন্ম সিলেটে। বর্তমানে বসবাস করছেন ঢাকার উত্তরায়। প্রকাশিত গ্রন্থ শতাধিক। প্রথম প্রকাশিত গ্রন্থ ‘যেমন যেখানে জীবন।’ । ১৯৬৮ সালে এমসি কলেজে অধ্যয়নকালে তাঁর প্রথম লেখা প্রকাশিত হয়। করাচী বিশ^বিদ্যালয়ে অধ্যয়নকালে তারঁ রচিত কয়েকটি পান্ডুলিপি পরবর্তীকালে দেশের স্বাধীনতার পর প্রকাশিত হয়। বহু সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা। রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর অগ্রণী ভ’মিকা। ১৯৭২ সালে কমলগঞ্জে সুরাসর এবং ১৯৭৬ কমলগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির অভিজ্ঞতা নিয়ে পরবর্তীকালে ১৯৮২ সালে ঢাকায় গড়ে তোলেন স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ভিত্তিক অবাধ সাংবাদিক সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ যা এখন সারা দেশে বিস্তৃত। ‘ঢাকা কালচারেল পর্ষদ’ এর তিনি চেয়ারম্যান এবং ‘ইন্টারন্যাশনাল কালচারাল ফোরাম’ আইসিএফ এর কেন্দ্রীয় মহাসচিব । দেশের শিল্পসাহিত্যের শীর্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে সংগঠিত জাতীয় সাংস্কৃতিক সংস্থা’র তিনি ছিলেন অন্যতম শীর্ষ নীতিনির্ধারক। তিনি বেতার ও টেলিভিশনের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও শিল্পী। বর্তমানে তিনি বাংলাদেশ নিউজ সিন্ডিকেটের ব্যবস্থাপনা সম্পাদক এবং নিউইয়র্কের সাপ্তাহিক সুসময় পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি। জালালাবাদ এসোসিয়েশন, সাংবাদিক সংস্থা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, এর আজীবন সদস্য।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মানিত হয়েছেন। তাঁর জীবন ও কর্ম নিয়ে বাংলা একাডেমী বইমেলায় প্রকাশিত গ্রন্থ ‘সব্যসাচী মীর লিয়াকত’ (একুশে বাংলা প্রকাশন), ‘নিভৃতচারী মীর লিয়াকত’ (সুলেখা প্রকাশনী) সহ কয়েকটি গ্রন্থ। এতে প্রিফেস লিখেছেন জাতীয় অধ্যাপক ড. কবীর চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ। তাঁর সামগ্রিক সৃষ্টি নিয়ে অতিসম্প্রতি রাজধানীর বিশ^সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে দেশের খ্যাতিমান ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অংশগ্রহন করেন। সম্পাদনা করছেন বিভিন্ন গ্রন্থ,, সাহিত্য সংস্কৃতি সাময়িকী বিকিরণ, আলো, নুড়ি ইত্যাদি।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি