মৌলভীবাজার জেলা কারাগারে থাকা নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামীর সঙ্গে ভিকটিমের (ভুক্তভোগী) বিয়ে সম্পন্ন হয়েছে উচ্চ আদালতের নির্দেশে। বুধবার ২০ মার্চ দুপুরে পৌনে ১২টার দিকে মৌলভীবাজার জেলা কারাগারে ধর্মীয় বিধান অনুযায়ী আসামী আশিষ বাউরী (৩৫) এবং কুঞ্জুমাল (২৫) এর বিয়ে সম্পন্ন হয়। সনাতন ধর্মের রীতি অনুযায়ী একজন পুরোহিত তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এসময় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার শাওন মজুমদার উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলা কারাগার সূত্রে জানা যায়, আদালতের আদেশে বর ও কনে পক্ষের স্বজনদের উপস্থিতিতে কারাগারে আটক আশিষ বাউরীর বিয়ে সম্পন্ন হয়। আসামী আশিষ বাউরী রাজনগরের ২নং উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর চা বাগানের সদানন্দ বাউরীর ছেলে। এবং পাত্রী কুঞ্জুমাল একই ইউনিয়নের মৃৎ মনীষা মালের মেয়ে। রাজনগর উপজেলার ইন্দানগর চা বাগানে ভিকটিম কুঞ্জুমালের সাথে আসামী আশিষ বাউরীর প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। একটা পর্যায়ে কুঞ্জুমাল গর্ভবতী হয়ে যান। কুঞ্জুমাল বলেন, আমি গর্ভবতী হওয়ার পর আশিষ বাউরীর পরিবার বাচ্চা নষ্ট করতে বলে। আমি নষ্ট করিনি। আশিষ বাউরীও নষ্ট না করতে বলে। কিন্তু আমার মেয়ে জন্মগ্রহণের পর সে সন্তানের স্বীকৃতি দিতে এবং আমাকে বিয়ে করতে অস্বীকার করে। পরে আমি ১১ আগস্ট ২০২৩ তারিখে মামলা করি। পরবর্তীতে তাকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়। বর্তমানে কুঞ্জুমালে তিন মাসের একটি সন্তান রয়েছে। এমন পরিস্থিতিতে উচ্চ আদালত তাদের বিয়ের নির্দেশ দেন। আসামীর পরিবার পক্ষ জানান, আদালতের নির্দেশে এই বিয়েটি সম্পন্ন হয়েছে। আদালত বলেছেন, বিয়ের শর্তে এবং বিয়ের বৈধ প্রমাণাদি আদালতে দাখিলের পর আসামী আশিষ বাউরীকে জামিন দেবেন।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি