মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সমুজ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সমুজ রসুলপুর গ্রামের ছনোয়ার মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকাল থেকে বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময়ে জমির সঙ্গের ছড়ায় মাছ ধরতে যান সমুজ আলী। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বছরখানেক আগে তিনি বিয়ে করেছিলাম। তার এমন মৃত্যৃতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন। বলেন, ‘সমুজ মিয়ার এমন মৃত্যু দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগির সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
Developed By Radwan Web Service