মীর লিয়াকত আলী, একাধারে সাংবাদিক, কবি, শিশুসাহিত্যিক, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রবন্ধকার, গবেষক, ছড়াকার, গীতিকার, কলামনিষ্ঠ, এবং সংগঠক। জন্ম কমলগঞ্জের শমসেরনগরে। শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রতিটি শাঁখায় যার একটানা অর্ধশতাব্দির অবাধ বিচরণ। বহুগুণে গুণান্বিত মীর লিয়াকত আলী'র বহুগ্রন্থ ('২৪ সাল পযর্ন্ত প্রকাশিত ১৩৯ টি) আলোকিত করেছে বাংলা সাহিত্যকে। সিলেটের আঞ্চলিক গান, ছড়া, ডায়ালগ, নাটক, মরমিগান এবং অবশ্যই সর্বোপরি সময়ের ছাপ রেখে চলেছেন উত্তরপ্রজন্মে।"
পান্থজনের সখা"য় অনেকটা সময় দিয়েছেন পাঠকদের জন্য। খোলা জানালায় রোমন্থন সময়ের সঙ্গী আমি শামীম মেহেদী।
★ উপন্যাস, ছোটগল্প, কবিতা -কোথায় নিজের অবস্থান পাকাপোক্ত? গীতপ্রধান কথা,-লিমেরিক,কাব্যকথার মধ্যে ফারাক কি বলে মনে করেন? বলা হয় কবিতা ঐশ্বরিক...
মী.লি......মনে হয় না কোথাও পাকাপোক্ত!
....যা ফারাক স্বতসিদ্ধ, তার বাইরে কিছু নয়।
....বলা হতে পারে।
★★ অঞ্চল বিভাজনে আপনার যাপিতজীবন ধারায় অন্তরায়,গ্রাম্যতাই কি মূলকারণ ? আন্তঃসাহিত্যে আপনার লেখা আবেদন ছড়াতে পারছেনা? বাংলা সাহিত্যে দূর হু দূর শাসন, ভাত দে হারামজাদা'র মতো কঠিনতর লেখনি,বলা চলে মনে রাখার মতো কবিতা হচ্ছে না কেন?
মী.লি..........অস্পষ্ট প্রশ্ন।
......... জানি না।
★★★ দীর্ঘ লেখক জীবনে কার লেখা বেশি ছাপ ফেলেছে , তাদের ছায়া কি নিজের লেখায়? জীবনান্দ ই কি শেষ,দশককারি সংকলনভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠিত,অপ্রতিষ্ঠিত সংকলন প্রকাশ পাচ্ছে, যদি কিছু বলেন?
মী.লি........নির্দিষ্ট কারো নয়!
................ অস্পষ্ট প্রশ্ন।
★★★★ থেমে যাওয়ার জন্য জীবন নয়,"আমাকে নিয়ে চলো"কবি নিজেকে কোথায় নিয়ে যেতে চান? একজন লেখকের নিজস্ব স্বতন্ত্রধারা তৈরী করা প্রয়োজন। এ সময়ে যারা লেখালেখি করে কোথাও কোন নতুনত্ব নেই...
মী.লি...........ভবিতব্য যেখানে নিয়ে যায়! যেখানে শেষ সেখান থেকে শুরু করা হয় না বলে। সাথে রয়েছে অনবরত পুকুরচুরি।
..................
★★★★★ কেন লেখেন? পারিবার সম্পর্কে জানতে চাই?একজন পাঠক আপনার লেখা কেন পড়বে?কিছু বই আপনার প্রকাশ পেয়েছে যা অপ্রয়োজনীয়,-আমি ভাবছি...
মী.লি.-পড়ি তাই লিখি, ছোটবেলা থেকে অভ্যাস।
একমাত্র মেয়ে, তার সংসার নিয়ে দেশের বাইরে। আমরা দুজন থাকি ঢাকায়।
সব না হতে পারে, তবে কিছু লেখায় সমকালীন জীবনধর্মীতা চিহ্নিত করার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মীতা রয়েছে বলেই একজন পাঠক পড়বে!
প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দেখার দায়িত্ব লেখকের নয়। কারো সব ভালো হয় না। যাঁদের দেখার যোগ্যতা রয়েছে তাঁরাই ভালোখারাপ নির্ধারণ করবে।
★★★★★★ আপনাকে ধন্যবাদ।
মী.লি.......ধন্যবাদ।
গ্রন্থনা,উপস্থাপন
শামীম মেহেদী
কবি,সংস্কৃতিককর্মী,সম্পাদক লিটলম্যাগ "চাতুরী "।
১৬ জুন ২০২৪ ইং
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি