কমলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে মোস্তাকার হোসেন নামের এক ওমানপ্রবাসীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দগ্ধ প্রবাসীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামে ঘটনাটি ঘটে।জানা যায়, ৩০ বছর ধরে নিজের জমিতে বসতবাড়ি তৈরি করে বসবাস করছেন আধকানি গ্রামের আবদুল বাছিতের ছেলে ওমানপ্রবাসী মোস্তাকার হোসেন।সম্প্রতি মোস্তাকার দেশে ফেরেন। ৯ জুলাই বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণকাজ চলাকালে পাশের বাড়ির রাজু আহমদ পারভীন লোকজন নিয়ে নির্মাণ শ্রমিকদের কাজে বাধা দেন। এ সময় মোস্তাকার কাজে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে পারভীন জমি নিজের বলে দাবি করেন।তখন জমি নিজের মায়ের মৌরশী ও বাবার ক্রয় সূত্রে মালিক বলে প্রবাসী মোস্তাকার দাবি করলে তাঁদের গালাগাল করে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করা হয়। পরে মোস্তাকার স্ত্রীকে নিয়ে কমলগঞ্জ থানায় যাওয়ার জন্য তাঁর মামাতো ভাই এ এস এম কাইয়ুমের আদমপুর বাজারের দোকানে গেলে রাজু আহমদ পারভীন তাঁর নিকটাত্মীয়দের নিয়ে প্রবাসীর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। সেই জেরে গত শুক্রবার রাতে প্রবাসীর নির্মাণসামগ্রী রাখার ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেখে মোস্তাকার ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা প্রবাসীকে ধরে আগুন দেওয়া গ্যারেজে ফেলে দরজা লাগিয়ে দেয়।এ সময় প্রবাসীর পরিবারের সদস্যদের চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে গেলে দরজা ভেঙে প্রবাসীকে উদ্ধার করা হয়। আগুনে মোস্তাকারের তলপেট থেকে পা পর্যন্ত এবং একটি হাতের কিছু অংশ পুড়ে যায়। অভিযুক্ত রাজু আহমদ পারভীনের সঙ্গে যোগাযোগ করতে তাঁর মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
Developed By Radwan Web Service