• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিকের মৃত্যু

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ জুলাই, ২০২৪

রাজধানীর যাত্রাবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনকারীর সঙ্গ পুলিশের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে হাসান মেহেদী নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জানা গেছে, নিহত সাংবাদিক হাসান মেহেদী ঢাকা টাইমসে কর্মরত ছিলেন। এর আগে তিনি বেসরকারি টেলিভিশন নিউজ২৪-এর রিপোর্টার ছিলেন।নিহত মেহেদীর সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি পরিবারসহ যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।এদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পথচারীর বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, বিকেলে যাত্রাবাড়ী এলাকা থেকে কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে আসেন তাকে। তার মুখমণ্ডলে এবং বাম হাতে গুলিবিদ্ধ হয়েছে। তবে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।একইদিন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ ইমরান (২৫) মারা গেছেন। ইমরানকে হাসপাতালে নিয়ে আসা পথচারী তানজিল হোসেন জানান, বুধবার বিকেলে কাজলা আদর্শ স্কুলের সামনে সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।নিহত ইমরানের ভগ্নীপতি মো. শাহাদাত হোসেন জানান, ইমরানের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। তার বাবা আলম বাবুর্চি গত তিন মাস আগে মারা গেছেন। এক ভাই ও দুই বোনের মধ্যে ইমরান মেজ। পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় থাকতেন তিনি। বাবুর্চির কাজ করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service