মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষানবিশ আইনজীবী রকিব উদ্দিন খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ (১৭ জুলাই) ভোরে ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন আশরাফাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ০১ নং আসামি আব্দুল খলিল এবং ৪ নং আসামি আব্দুল বাতির ওরফে বাতিনকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম জানান, ‘হত্যাকাণ্ডের পরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়। তাৎক্ষণিক শ্রীমঙ্গলের সার্কেল এএসপি, থানার ওসিসহ আমরা আসামিদের গ্রেফতারে কাজ শুরু করি। গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আজ ঢাকা থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। বাকী আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’
থানা সুত্র জানা যায়, গত শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় মামলার শ্রীমঙ্গল থানাধীন জনৈক আজিম উদ্দিনের তিন ছেলে ট্রাক্টর নিয়ে জমিতে হাল চাষ করতে গেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শিক্ষানবিশ আইনজীবী ইমাদ উদ্দিন রকিব নিহত হন, এসময় আরও দুইজন গুরুতর আহত হন।
সকালে জমিতে ট্রাক্টর নিয়ে গেলে গ্রেফতারকৃত খলিল মিয়া ও তার লোকজন আজিম উদ্দিনের ছোট ছেলে শিক্ষানবিশ আইনজীবী রকিবের বুকে টেঁটা দিয়ে আঘাত করেন। একই ভাবে অপর ভাই হেলাল উদ্দিন ও রইছ উদ্দিন টেঁটাবিদ্ধ হয়ে আহত হন। আহত অবস্থায় তাঁদের শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষণা করেন।
Developed By Radwan Web Service