মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি::মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার অধীনে জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশন (JMIF) এবং 'আস্তানায়ে চিশতীয়া করালিটিলা দরবার শরীফ গত ২৪, ২৫ ও ২৬ আগস্ট ভয়াবহ বন্যায় পানিবন্দী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করে। কমলগঞ্জের রহিমপুর, মুন্সীবাজার, রাজদীঘির পাড়, রঘুনাথপুর, গোবিন্দপুর ও বৃন্দাবন সহ প্রায় ১০ কিলোমিটার অঞ্চল জুড়ে সহায়তার প্রদানের পর ধারাবাহিকতায় JMIF-ত্রান টিম ফেনীতে পৌঁছে এবং সেখানে সমগ্র ফুলগাজী ও দাগন-ভূঁইয়া উপজেলা জুড়ে ৩ দিন ব্যাপি (২৭-২৯ আগস্ট) পানিবন্দী দূর্গত এলাকাসমূহে ত্রান কার্যক্রম পরিচালনা করে। উপকরন ১,০৫০ প্যাকেট মধ্যে মুড়ি চিরা গুর বিস্কুট স্যালাইন নাপা ট্যাবলেট হিস্টাসিন
পানি বিশুদ্ধকরণ ফিটকিরি
মোমবাতি লাইটার ছিল।পরবর্তীতে ৩১শে আগস্ট, মৌলভীবাজারের পানিবন্দী এলাকাসমূহে প্রায় ৪০০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।৭ দিন দিনব্যাপী চলা এ কর্মসূচি ৩১শে আগস্ট সফলভাবে সমাপ্ত হয়।সহায়তা প্রদানে অংশগ্রহণকারী ফাউন্ডেশনের সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফাউন্ডেশনের সভাপতি: সৈয়দ গোলাম মোদাসসের সাধারণ সম্পাদক: এড. আব্দুর রাজ্জাক
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি