:নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ কমলগঞ্জ উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ম্যাজিস্ট্রেট ডি,এম, সাদিক আল সাফিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। (২০ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় ভূমি অফিসে এই মতবিনিময় অনুষ্ঠিত হয় ।
এ সময় কমলগঞ্জ উপজেলা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং নিসচা নেতৃবৃন্দ সহ উনি মোবাইল টিমের মাধ্যমে যানজট নিরশনে অভিযান পরিচালনা সিদ্ধান্ত হয়। এবং উনাকে নিরাপদ সড়ক এর একটা ম্যাগাজিন উপহার দেওয়া হয়। এবং আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের দাওয়াত দেওয়া হয় এছাড়াও উক্ত প্রোগ্রাম উপস্থিত থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. আব্দুস সালাম, সহ সভাপতি রাসেল হাসান বক্ত, উপজেলা কার্যকরী সদস্য আবিদুর রহমান আবিদ ও নিসচা শুভাকাঙ্ক্ষী আমির হোসেন। প্রশাসনিক কাজে অনেক ব্যস্ত থাকার পরেও নিসচা কমলগঞ্জ শাখার নেতৃবৃন্দদের সময় দেওয়া জন্য উনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নিসচা নেতৃবৃন্দ।
Developed By Radwan Web Service