• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে প্রবাসীদের সহযোগিতা অপরিহার্য-ডা. শফিকুর রহমান

তুহিন আহমদ জহির / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

British Bangladeshi Community Forum- Midlands নেটওয়ার্ক কনফারেন্সে আমীরে জামায়াত

বৃটেনে সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, দেশ গঠনে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। রেমিট্যান্স যুদ্ধাদের হাড় ভাঙ্গা পরিশ্রমে দেশের অর্থনীতির চাকা সচল থাকলেও কোন সরকারের আমলে প্রবাসীরা তাদের প্রাপ্য সম্মান পায়নি। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রবাসীদের উন্নয়নে নানা পদক্ষেপের পাশাপাশি দেশে প্রবাসীদের বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমীরে জামায়াত আগামীর ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে প্রবাসী ভাই বোনদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

১২ নভেম্বর মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামে স্থানীয় ব্যাংকুইটিং হলে আয়োজিত British Bangladeshi Community Forum- Midlands নেটওয়ার্ক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মুসলিম কমিউনিটি এসোসিয়েশন, West Midlands এর সভাপতি সৈয়দ জামিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং ফরীদ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ব্যারিষ্টার আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাঈল, মাওলানা এটিএম মুকাররম হুসাইন, মাওলানা সাইফুদ্দীন প্রমুখ।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বক্তব্যের শুরুতে বাংলাদেশ এর বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে নেতা কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। তিনি বলেন, “আপনারা আমাদের মধ্যে কোনো ভুল দেখলে আমাদেরকে সংশোধন করে দেয়ার চেষ্টা করবেন। আপনারা সহযোগিতা করলে আমাদের জন্য দ্বীনের পথে চলা অনেক সহজ হয়ে যাবে।”

তিনি ব্যক্তি জীবন গঠনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকাকে স্মরণ করেন এবং ইসলামের সুমহান দাওয়াত সবার কাছে পৌঁছে দেয়ার জন্য আগত সকল নেতা কর্মীদের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service