মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকায়। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ জন’কে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। একই এলাকার তবারক মিয়া, চেরাগ আলী আকাশ,তামাবির, তানিম মিয়া গংদের বিরুদ্ধে।
(২৫ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে ৭ টায় মৌলভীবাজার বেরিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে গতকাল বৃহস্পতিবার আহত জাবেদ আলম এর বাবা নুর আলম বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় আহত জাবেদ আলম মৌলভীবাজার গোমড়া হাই স্কুলের নাইট গার্ড রাতের ডিউটি শেষে সকালে বাড়ি ফেরার পথে। প্রতিবেশী
তবারক মিয়া, ( ৪২) চেরাগ আলী আকাশ,(৩৫)তামাবির, (২২)তানিম মিয়া(২০) পূর্বপরিকল্পিতভাবে জি,আই পাইপ লোহার রড হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা জাবেদ আলীর আত্মচিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে হামলাকারীরা দ্বিতীয় দফায় সেখানে গিয়ে হামলা চালায় বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাথে এ বিষয়ে আলাপ করলে জানা যায় এ বিষয় নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে কোন সমাধান করা সম্ভব হয়নি। ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে মডেল থানার ওসি বলেন ঘটনা তদন্তক্রমে অপরাধীদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে
Developed By Radwan Web Service