
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে ১১৫তম ঐতিহ্যবাহী বেলিরাস অনুষ্ঠিত হবে ।
মঙ্গলবার (১৪জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বেলি রাস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার করা রয়েছে। দুপুরে বালিগাঁও গ্রামে গিয়ে দেখা যায়, উৎসবের রং ফুটেছে মণিপুরী বাড়িগুলোতে। রাস মণ্ডপে বাহারি রঙে সাজসজ্জা শেষ মূহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিল্পীরা।
উত্তর বালিগাঁও যুব ঐক্য পরিষদের সভাপতি মৃনাল সিংহ জানান,উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামের মনিপুরী সম্প্রদায়ের ১১৫ তম পৌষ সংক্রান্তি উপলক্ষে বেলি রাস উৎসব এবারও অনুষ্ঠিত হবে
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি