মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান এলাকায় দোকানে ঢুকে বড় ভাইয়ের বউ ভাবী কারিমা বেগম (৩০) কে ছুরিঘাত করে দেবর মঞ্জুর মিয়া। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাজায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইনে এলাকায় পান দোকানে গিয়ে পান দোকানি ভাবী কারিমা বেগম এলোপাতাড়ি ছুরিঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন। এসময় বাজারের লোকজন এগিয়ে আসলে ঘাতক দেবর মঞ্জুর মিয়া পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারী পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তু মিয়ার স্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কনক কান্তি সিনহা জানান, ছুরিঘাতে আহত হওয়া নারী হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মারা গেছেন।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি