মোঃ মালিক মিয়া কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা পৌর এলাকা সহ মুসলিম জাতির প্রতি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছ গ্রামের সৈয়দ বাড়ির বাসিন্দা ফ্রান্স এর প্যারিস শহরে সপরিবারে বসবাসকারী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী। ৩৬০ আওলীয়ার সফর সঙ্গী ইটা পরগনা বিজয়ী সৈয়দ কুতুবউদ্দিনের ২৬ তম বংশদর সৈয়দ তালেব আলী। তিনি পবিত্র মাহে রমজানের এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র রমজানের চাঁদ আজ বাংলাদেশের আকাশে দেখা গেলে আগামীকাল রবিবার (২মার্চ) প্রথম রোজা। আর তাই এর মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। চাঁদ দেখা গেছে আগামীকাল থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লীরা। প্রতিবছর ঘুরে ঘুরে মাহে রমজান আমাদের মাঝে সমাগত হয়। পবিত্র রমজান মাসের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলে অবদান রাখবেন এটাই প্রত্যাশা করি। আসুন আমরা পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় হিংসা বিদ্বেষ উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি