মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের শ্যামেরকোনায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলে ও মেয়ের হাতে বাবা মুসলিম মিয়া ( ৪৭) খু*ন হয়েছেন । এ ঘটনায় ঘাতক মেয়ে আটক,ছেলে পলাতক রয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় শ্যামের কোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মুসলিম মিয়া শ্যামেরকোনা এলাকার বাগরঘর গ্রামের মৃত – ছাদ মিয়ার ছেলে।
জানাযায়, স্ত্রী বিদেশ যাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি চলে আসছিল। তার স্ত্রী বিদেশ যাওয়ার জন্য মেডিকেল চেক আপের জন্য ঢাকায় অবস্থান করছেন গতকাল সন্ধ্যায় তার মেয়ে মুন্নি আক্তার (২১), ছেলে মুন্না মিয়া (২৩), মুসলিম মিয়াকে দা দিয়ে কুপিয়ে আহত করে।
তাৎক্ষণিক তার ছেলে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কে জানায় তার বাবা গাছ থেকে নীচে পড়ে গিয়ে আহত হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়। মৃতদেহ নিয়ে তার ছেলে মেয়ে বাড়ীতে চলে যায়।
পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নিয়ে আসেন।
স্থানীয় লোকজন তার মেয়ে মুন্নি আক্তারকে আটক করে পুলিশ হেফাজতে হস্তান্তর করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ছেলেমেয়ে তার বাবাকে খুন করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Developed By Radwan Web Service