
কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রীর মৃত্যুরখবরে স্বামীও মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম রাউৎগাঁও এলাকার বাসিন্দা জনাবওয়ারিছ মিয়া ও তাঁর স্ত্রী রিনা বেগম কয়েক ঘন্টার ব্যবধানে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহিওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রিনা বেগম কয়েকদিন আগে মেয়ে বাড়ি ভানুগাছএলাকায় বেড়াতে যান। সেখানে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সোমবার রাত আনুমানিক১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন।
সুবহে সাদিকের সময় ফজরের নামাজের ওযু শেষে ঘরে ফেরার পথে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনেওয়ারিছ মিয়া আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। স্ত্রী হারানোর শোকে মুহূর্তেই থেমে যায় তাঁরজীবনপ্রবাহ। এমন বিরল ঘটনা আজও মানুষের হৃদয়ে নাড়া দিয়ে গেল।ওয়ারিছ মিয়া ছিলেনঅত্যন্ত ধর্মভীরু, মসজিদপ্রেমী মানুষ। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদরাসার পরিচালনাকমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্য ছিলেন। দাম্পত্য জীবনেএকে অপরের পরিপূরক এই দম্পতির কবরও খোঁড়া হয়েছে পাশাপাশি, রাউৎগাঁও ছোটমোকাম প্রাঙ্গণে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিটে রাউৎগাঁও বড় মোকামপ্রাঙ্গণে উনাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।এই অনন্য ও হৃদয়বিদারক ঘটনায় পুরোএলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি