কমলগঞ্জে সিলেট বন বিভাগের আওতাধীন রাজকান্দি বন রেঞ্জের নবনির্মিত আদমপুর বন বিট অফিস ও ওয়াচার সেড উদ্বোধন করেছেন প্রধান বন সংরক্ষক। জলবায়ু পরিবর্তন ও বিরুপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পূনঃ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গত বুধবার ৯ নভেম্বর দুপুর ২টায় প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে আদমপুর বন বিট অফিস ও প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ওয়াচার সেড এর উদ্বোধন করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্টানে সহকারী বন সংরক্ষক জি এম আবু বকর সিদ্দিক, সহকারী বন সংরক্ষক (রেঞ্জ কর্মকর্তা-রাজকান্দি রেঞ্জ) মো. নাজমুল আলম, আদমপুর বন বিট এলাকার উপকারভোগীসহ স্থানীয় বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বিট অফিস ও ওয়াচার সেড উদ্বোধন শেষে অনুষ্টানের প্রধান অতিথি প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বিট অফিসের আঙ্গিনায় “গোলাপজাম” গাছের চারা রোপন করেন। পরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়। এছাড়া প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী সুফল এবং জলবায়ু পরিবর্তন ও বিরুপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পূনঃ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নার্সারী এবং ২০১৯-২০ সাল হতে ২০২১-২২ সালের রোপিত বিভিন্ন বন বাগান এলাকা পরিদর্শন করেন।