কমলগঞ্জে আনোয়ার হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ কুমড়াকাপন এলাকা থেকে বুধবার ২১ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়। এসআই অনিক রঞ্জন দাস, এএসআই মনির হোসেন কমলগঞ্জের ভানুগাছ রেল স্টেশন দক্ষিণ কুমড়াকাপন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ। আটককৃত আনোয়ার হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নবীপুর গ্রাম। তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ২২ ডিসেম্বর সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Developed By Radwan Web Service