কমলগঞ্জে পিছিয়ে পড়া হতদরিদ্র শব্দকর, চা-শ্রমিকসহ গরীব জনগোষ্ঠীর মাঝে ১০০ উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৩ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলার শ্রীনাথপুর গ্রামে লেখক-গবেষক আহমদ সিরাজের বাড়িতে প্রজেক্ট উষ্ণতা এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন। প্রজেক্ট উষ্ণতা এর পরিচালক এ এস এম সাজেদুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক আলতাফ মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন এলজিইডি’র প্রাক্তন উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, লেখক-গবেষক আহমদ সিরাজ প্রমুখ। অনুষ্ঠানে পিছিয়ে পড়া হতদরিদ্র শব্দকর, চা-শ্রমিকসহ গরীব জনগোষ্ঠীর মাঝে ১০০ উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।
Developed By Radwan Web Service