• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

মাস্ক ব্যবহার না করায় কমলগঞ্জে জরমিানা-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

করোনা সংক্রামণ ওমিক্রন ভেরিয়েন্ট উর্ধ্ব গতিতে বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা না মেনে মাস্ক পরিধান না করায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার ও মুন্সিবাজারের বিভিন্ন সড়কে পথচারীদের সতর্ক ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩১ টি মামলায় ৩ হাজার সাতশত টাকা জরিমানা করে আদায় করা হয়। সোমবার ২৪ জানুয়ারী দুপুর ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তারের নেতৃত্বে উপজেলার ভানুগাছ বাজার ও মুন্সিবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার বলেন, অধিকাংশ জায়গায় স্বাস্থ্য সচেতনতায় মানুষের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। বেশীরভাগ মানুষ নানা অজুহাতে মাস্ক ব্যবহার করছেন না। আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। করোনা সুরক্ষায় দেয়া হচ্ছে নানা দিক-নির্দেশনা। করোনা সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টি না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন তারা। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service