বিনামূল্যে ১৭ জন শিশুর চোখে সফল অস্ত্রোপচার করেছে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব শিশুরা তাঁদের অভিভাবকদের মাধ্যমে হাসপাতালে এসে এই সেবা গ্রহণ করেছে। অস্ত্রোপচারের পর শিশুদেরকে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।বিএনএসবি চক্ষু হাসপাতালের সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু জানান, বিএনএসবি চক্ষু হাসপাতালের রুটিন কার্যক্রমের আওতায় দেশি-বিদেশি সংস্থা সমুহের সহযোগিতায় ডাক্তার শাহ আমিনুল ইসলাম সোহাগের নেতৃত্বে একটি অস্ত্রোপচার দল ১৭ জন শিশুর চোখে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাদেরকে অন্ধত্বের হাত থেকে রক্ষা করেছে। বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার মানবতা সেবায় বাংলাদেশ সরকার কর্তৃক পুরষ্কারপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। প্রতিমাসেই এই কার্যক্রম পরিচালনা করা হয় বলে তিনি জানান।
Developed By Radwan Web Service