• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

পর্যাপ্ত সার মজুদ আছে, সিন্ডিকেট করে দাম বাড়ালে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে। সিন্ডিকেট করে দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা সময় মতোই সার পাবেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজারের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এসময় তিনি আরও বলেন, আমরা সকলে মিলে মৌলভীবাজার জেলাকে পরিকল্পিত ও উন্নয়নের জেলা হিসেবে গড়ে তোলতে সকলের সহযোগিতা কামনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে কৃষিমন্ত্রী মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগরের একটি চা বাগানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service