• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কুলাউড়া মুরইছড়া সীমান্তে বিএসএফের গুলিতে তরুণের মৃত্যু

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

বিএসএফের গুলিতে কুলাউড়া সীমান্তে পারভেজ হোসেন সাদ্দাম (১৮) নামে এক বাংলাদেশী কিশোরের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে।এ ঘটনায় সীমান্তজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় ছিদ্দেক আলী (৩০) নামীয় আরও ১ জন আহত হয়েছে। নিহত সাদ্দাম ও ছিদ্দেক আলী পাশ্ববর্তী কর্মধা ইউনিয়নের মুরইছড়া নতুন বস্তি এলাকার বাসিন্দা। সাদ্দাম ওই গ্রামের আছকির আলীর ছেলে এবং ছিদ্দেক আলী একই গ্রামের ছাদেক আলীর পুত্র।পৃথিমপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য শাহীন মিয়া জানান বিকেল ২টা থেকে ৩টার মধ্যে ঘটনাটি ঘটে। বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় সাদ্দাম ও ছিদ্দেককে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ সাদ্দামকে তারা ধরে নিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় ছিদ্দেক আলীকে দেখতে পান। এসময় তাকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ সাদ্দামের নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন স্থানীয় সূত্রে জেনেছি সাদ্দামের লাশ ঊনকোটি জেলার ভগবাননগর হাসপাতালে মর্গে রয়েছে। তবে এঘটনায় বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। স্থানীয় একটি সূত্র জানায়, চোরাচালানকে কেন্দ্র করে রোববার সকালে বিএসএফ ও নিহত সাদ্দাম এবং ছিদ্দেক আলীর পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এরই জের ধরে বিএসএফ বাড়িতে এসে সাদ্দামকে গুলি করে আহত অবস্থায় ধরে নিয়ে যায়। স্থানীয় লোকজন ওপর আহত ছিদ্দেক আলীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service