আজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় কমলগঞ্জ উপজেলা ভানুগাছ বাজারে বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম মো. বজলুর রহমানের নামানুসারে প্রতিষ্ঠিত মো. বজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণে দু’আ মাহফিল ও স্বৈরাচার সরকারের পতন উপলক্ষে মিষ্টি বিতরনের আয়োজন করা হয়। অর্ধশতাধিক মানুষের উপস্থিতিতে মোনাজাত পরিচালনা করেন হাফেজ হাসান ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য ইকবাল আহমদ, সিনিয়র সহ- সভাপতি জমির আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। শহীদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে লম্বা মোনাজাত করা হয়।
Developed By Radwan Web Service