• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

কমলগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ দুই জন আটক

মোঃ মালিক মিয়া । / ৩২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ২০০০ প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন কুলাউড়া উপজেলার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০)। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা টু মুন্সিবাজার রোডে একটি প্রাইভেট কার তল্লাশি করে অবৈধ পথে আসা এ সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ ইফতেখার হোসেন-এর নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ORIS ব্র‍্যান্ডের ২০০০ প্যাকেটে মোট ৪০,০০০ শলাকা সিগারেট এবং টয়োটা ব্র‍্যান্ডের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এঘটনায় আটককৃত দুই জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service