—————————————————— ১৯শে জুন ব্রিটেনের মধ্যভূমি বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে পরিবেশবাদী ও বাগানবিলাসীদের আন্তর্জাতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ব্রিটেনের কবি ,সাহিত্যিক ,সাংবাদিকসহ দুই শতেরও বেশি পরিবেশবাদী অংশগ্রহণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ,ফ্রান্স ও জার্মানি থেকেও অমরাবতীর প্রতিনিধিরা আসেন। লাউয়া ছড়া জাতীয় উদ্যান পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষা কমিটির সাবেক সভাপতি কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান এই আয়োজনে আসলে তাঁকে উষ্ণ অভিনন্দন জানান বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সম্মানিত প্রেসিডেন্ট আলহাজ্ব নাসির আহমেদ ,ভাইস প্রেসিডেন্ট কামরুল হাসান চুনু ,গ্রেটার সিলেট কাউন্সিলের জেনারেল সেক্রেটারি খসরু খান ও অমরাবতীর প্রেসিডেন্ট শেবুল চৌধুরী প্রমুখ। বার্মিংহামের লর্ড মেয়র ও লেপ্টেন্যান্ট মেয়র অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন। সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে স্যান্ডওয়েল কাউন্সিলের মেয়রসহ ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে প্রায় বিশজন পরিবেশবাদী বাঙালি কাউন্সিলার অংশগ্রহন করেন। এই মহা আয়োজনে তিনজনকে লাইফ টাইম এচিভম্যান্ট এওয়ার্ড ও ৫জনকে সম্মামনা পদক দেওয়া হয়। পরিবেশ সুরক্ষায় কৃতিত্বপূর্ন অবদানের জন্য সম্মাননা পদক প্রাপ্ত অধ্যাপক রফিকুর রহমান তাঁর বক্তব্যে অনুষ্ঠানটির আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং ব্রিটেনে এতোবড় একটি আয়োজনে তাকে দাওয়াত দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবাইকে পরিবেশ সুরক্ষায় আরও বেশি এগিয়ে আসার তিনি আহবান জানান। লন্ডন বাংলা প্রেস ক্লাব ও বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের পুরো টিম অনুষ্ঠানটিতে অংশ গ্রহণ করে। বিঅন টিভি বার্মিংহাম সম্পূর্ণ অনুষ্ঠান লাইভ দেখায়। গান ,নৃত্য আর আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে উঠে প্রাণবন্ত। সিলেটের বন্যাজনিত কারনে অনুষ্ঠা
Developed By Radwan Web Service