স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বাষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কমলগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ৩ আগস্ট সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিফাত উদ্দিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভঅর মেয়র মো. জুয়েল আহমদ, বীর মুক্তিযুদ্ধা আব্দুল মুনিম তরফদার, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, উপজেলা স্বাস্থ পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূইয়া, কৃষি কর্মকর্তা জনি খাঁন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ রফিকুর রহমান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
Developed By Radwan Web Service