• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কমলগঞ্জের শ্রীনাথপুর ছলিমগঞ্জে নজরানা হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন ও হাদিস শরীফ এবং দোয়ার বই বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ১১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

অদ্য ৬ই আগস্ট ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে নজরানা হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি জনাব তৌহিদুল ইসলাম চৌধুরীর দানকৃত পবিত্র কোরআন ও হাদিস শরীফ এবং দোয়ার বই মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়। মহিবুল চৌধুরীর উপস্থাপনায় এবং জনাব জমির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং আলিনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ নিয়াজ মোরশেদ রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং আলিনগর ইউনিয়নের মেম্বার জনাব তোফাজ্জল করিম চৌধুরী শ্যামল, লন্ডন প্রবাসী জনাব হাসান কাওসার চৌধুরী শিপন, জনাব কামরুল হাসান চৌধুরী, মাদ্রাসা প্রধান আব্দুল বাসিত আশিকী, আব্দুল মালিক চৌধুরী, আলাউদ্দিন চৌধুরী, সিদ্দিকুর রহমান চৌধুরী, সোহেল চৌধুরী, রাজন চৌধুরী, কাজী আব্দুল মোমিন, জিয়া উদ্দিন চৌধুরী পলাশ এবং জনতা ব্যাংকের সিনিয়র অফিসার জনাব আহসান কবির চৌধুরী রিপন।

অনুষ্ঠানে লন্ডন থেকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি রেহানা বেগম চৌধুরী এবং নজরানা শিক্ষা ও স্বাস্থ্য ট্রাস্টের ট্রাস্টি জেসমিন চৌধুরী। তারা তাদের বক্তব্যে মাদ্রাসা সম্প্রসারণ এবং সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধান অতিথি তার বক্তব্যে নজরানা হাফিজিয়া মাদ্রাসার জন্য তার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে আশির দশকে নজির উদ্দিন চৌধুরীর উদ্যোগে শ্রীনাথপুরস্থ ছলিম বাড়ি এবং এলাকার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত একমাত্র নজরানা হাফিজিয়া মাদ্রাসা এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।

পরিশেষে প্রতিষ্ঠাতা মরহুম নজির উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত, অসুস্থ তৌহিদুল ইসলাম চৌধুরীর সুস্থতা কামনা এবং সকলের জন্য দোয়া করে অনুষ্ঠানের মুলতবি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service