কমলগঞ্জ উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের সীমানায় ডালুয়াছড়া কালভার্টের একপাশে সড়কের সাথে সংযোগ ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলছে নানা যানবাহন। যে কোন সময় ভেঙ্গে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ইসলামপুর ইউনিয়ন এর প্রবেশদ্বার ৫.৫ কি.মি. দীর্ঘ মধ্যভাগ-ইউপি অফিস সড়কের প্রায় ৩.৫ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে। দুই ইউনিয়নের অর্ধলক্ষাধিক নাগরিকের চলাচলের প্রধান সড়ক এটি। গ্রাম্য সড়কের এ কালভার্টের মুখে একপাশে সড়কের নিচের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টিতে এ পথে মানুষজন রীতিমত ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দিনের বেলা দেখে শুনে পারাপার হলেও রাতের বেলা দুর্ঘটনার আশঙ্কা নিয়ে মানুষজন পারাপার হচ্ছেন। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা গেছে, মারাত্মক ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছে।স্থানীয়রা জানান, কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের প্রবেশদ্বার ৫.৫ কি.মি. দীর্ঘ আদমপুরের মধ্যভাগ-ইসলামপুর ইউনিয়ন অফিস সড়কের প্রায় ৩.৫ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে কয়েক বছর আগে। দুই ইউনিয়নের অর্ধলক্ষাধিক নাগরিকের চলাচলের প্রধান সড়ক এটি। উপজেলা এলজিইডি বিভাগ এ রাস্তাটি পাকাকরণ করে।
Developed By Radwan Web Service