• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

৩৭ বছরের নারীকে বিয়ে করলেন ৯০ বছর বয়সী আইনজীবী-কমলগঞ্জ বার্তা

Reporter Name / ৪৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

কুমিল্লায় ৯০ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন কুমিল্লার প্রবীণ আইনজীবী মোহাম্মদইসমাইল। কনের নাম মিনোয়ারা আক্তার (৩৭)। পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় তাদের।সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হলে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমফেসবুকে ভাইরাল হয়। তবে এটি তার দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী মাহমুদা বেগম ৭বছর আগে মারা যান। প্রথমসংসারে পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে তার। তিনি কুমিল্লা আইনজীবী সমিতির ৫ বারের নির্বাচিত সভাপতিহিসেবে দায়িত্ব পালন করেন।সোমবার সকালে নগরীর দেশালিপট্টিতে প্রায় অর্ধশত বরযাত্রী নিয়ে কনের বাড়ি যান তিনি। কুমিল্লা আইনজীবীসমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, দাওয়াত পেয়েছি তবে যেতে পারিনি। মোহাম্মদ ইসমাইল হোসেনের বড় ছেলে অ্যাড. মোহাম্মদ ইসহাক সিদ্দিকী জানান, আমি আগে জানতাম না। তবেআব্বু বিয়ে করে আমাকে ফোন করেছেন। পরে আমি গিয়ে তাদের দু’জনকে বাসায় তুলে আনি। মোহাম্মদ ইসমাইল জানান, আল্লাহ সকলের জন্যই জোড়া বানিয়ে রেখেছেন। আমি ও আমার স্ত্রী দু’জনেই খুশি।দাম্পত্য জীবনে সকলের দোয়া চেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service