• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঠিকাদারের গাফিলতিতে শমশেরনগর-কুলাউড়া সড়কে যানচলাচল ব্যাহত-কমলগঞ্জ বার্তা

Reporter Name / ২৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

আমিনুল ইসলাম হিমেল ঠিকাদারের গাফিলতিতে মৌলভীবাজারের শমশেরনগরকুলাউড়া সড়কেরশমশেরনগর বিমান বাহিনী ইউনিট সংলগ্ন রাস্তার নির্দিষ্ট দুটি স্থানে প্রতিনিয়ত দেবে যাচ্ছে পাথর কয়লাবোঝাই ট্রাক। সড়ক জনপথের সড়কের অর্ধকিলোমিটার রাস্তা সংস্কারে পিচঢালা ভেঙ্গে ফেলার পর থেকে গতএকমাস যাবত ওই দুটি স্থানে ট্রাক দেবে যাওয়ার ঘটনা ঘটছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে চরম দুর্ভোগেপড়েছেন যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, সর্বশেষ শুক্রবার ভোরে সড়কের শমশেরনগর বিমান বাহিনী ইউনিট সংলগ্ন রেলগেটেরদুপাশে রাস্তার মধ্যবর্তী স্থানে দুটি ট্রাকের চাকা দেবে যায়। ঠিকাদারের গাফিলতির কারণে কয়লাবাহী ট্রাকগুলোদেবে যাওয়ার পর দুপাশে যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। গাড়ি থেকে নেমে কিছুসংখ্যাক যাত্রী পায়ে হেঁটে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। তবে সময় গড়ানোর পর যানবাহন চালকরা আটকে পড়াট্রাকের পাশ দিয়ে মাটি ফেলে ঝুঁকি নিয়েও যাতায়ত করতে দেখা গেছে জানা যায়, শমশেরনগরকুলাউড়া সড়কেররেলগেট সংলগ্ন প্রায় অর্ধকিলোমিটার জায়গা সংস্কারের জন্য কাজ পান সিলেটের ঠিকাদার জামিল ইকবাল।তিনি সড়কের ওই স্থান ভেঙ্গে পিচঢালা তুলে ফেলেন। গত একমাস সময় ধরে পিচঢালা তুলে রাখলেও আর কোনকাজ করেননি। ফলে একদিকে ধুলোবালিতে পথচারীদের দুর্ভোগ হচ্ছে আবার পাথর কিংবা কয়লা বোঝাই ট্রাকএসেই রেলগেটের দুপাশে প্রতিনিয়ত দেবে যাচ্ছে। এতে যানচলাচল যাত্রী সাধারণের চলাচলে চরম দুর্ভোগপোহাতে হচ্ছে।
শ্রীমঙ্গলশমশেরনগর কুলাউড়া বাস মিনিবাস চালক সমিতির ম্যানেজার জুলহাস আহমেদ, সিএনজি অটোচালক বিল্লাল মিয়া, শিমুল মিয়া বলেন, এভাবে প্রতিনিয়ত সড়কের ওই দুটি নির্দিষ্ট স্থানে এসেই মাল বোঝাইট্রাকের চাকা দেবে যায়। পরে অন্যান্য যানবাহন কিছু সময় বন্ধ থাকে এবং পাশ দিয়ে চলাচলের ব্যবস্থা করা হলেওঝুঁকি নিয়ে সে স্থান অতিক্রম করতে হয়। ঠিকাদার বা কর্তৃপক্ষের কারো মাথাব্যাথা নেই।
ব্যাপারে জানতে চেয়ে ঠিকাদার জামিল ইকবালের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোনে কয়েকদফা চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সড়ক জনপথ বিভাগের মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, আসলে ঠিকাদারদের গাফিলতির কারণে এসব সমস্যা সৃষ্টি হচ্ছে। একজন ঠিকাদার কাজ ফেলে আদালতে মামলাদিয়েছেন। ফলে সড়কে কাজ না হওয়ায় দুর্ভোগ হচ্ছে। তবে শমশেরনগর বিমান বাহিনী ইউনিটের রেলগেট সংলগ্নসড়কে দ্রুত কাজ সম্পন্ন করতে ঠিকাদারকে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service