• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কমলগঞ্জে ৯টি ইউনিয়নে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল / ৫৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

 উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ১৩ ফেব্রুয়ারী রোববার দুপুর ১২ টায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক আয়োজনে তাঁরা দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক মনোনীত উপজেলার ট্যাগ অফিসারদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে কমলগঞ্জের উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়নে গেলে দেখা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত চেয়াম্যান মো. আশিদ আলী ও সকল ইউপি সদস্য-সদস্যাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিত জনপ্রতিনধিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সকলে মিলেমিশে কাজ করতে হবে। মাঝে মধ্যে ভুলক্রুটি হতে পারে, এত করে কেউ কাউকে দোষারোপ করবেন না। সবাই যদি এক থাকেন তাহলে ইউনিয়নের উন্নতি করতে পারবেন। আপনারা ইউনিয়নের মানুষের ভাল সেবা উপহার দিতেও পারবেন। এদিকে রহিমপুর ইউনিয়নের পূণ:নির্বাচিত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন সরকার, পতনঊষার ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান অলি আহমদ খানকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মঃস্য অফিসার সাইদুর রহমান সিদ্দিকী, মুন্সীবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদারেকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসেনে আরা তালুকদার, শমশেরনগর ইউনিয়নের পূণ:নির্বাচিত চেয়ারম্যান জুয়েল আহমদকে দায়িত্ব বুঝিয়ে দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয়কুমার হাজরা. কমলগঞ্জ সদও ইউনিয়নের পূণ:নির্বাচিত চেয়ারম্যান মো: আব্দুল হান্নাকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা তথ্য ও য়োগাযোগ প্রযুক্তি বিভাগের প্রোগ্রামার মো: রকিবুল হক, আলীনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজুকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, আদমপুর ইউনিয়নের পূণ:নির্বাচিত চেয়ারম্যান মো; আবদাল হোসেনেকে বুঝিয়ে দেন উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাস, মাধবপুর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মো: আসিদ আলীকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এবং ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো: সুলেমান মিয়াকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুয়ারি নবনির্বাচিত ৯ চেয়ারম্যানকে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শপথবাক্য পাঠ করান। একইদিন বিকেলে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service