মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর সভার ১নং ওয়ার্ড যোদ্ধাপুর নূরে মোহাম্মদিয়া
জামে মসজিদে। পবিত্র মাহে রমজানে তারাবি নামাজ সহ ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত, নামাজ, জুম্মার আলোচনা,সাপ্তাহিক কোরআনের তাফসির ও তালিমে দীর্ঘ এক বছর যাবত অবদান রাখায় সবাই মুগ্ধ হয়ে সুযোগ্য ইমাম ও খতিব হিসেবে এলাকা বাসীর পক্ষ থেকে
আজ (১১এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের নামাজ ও খুতবা পাঠ শেষে সকাল সাড়ে আট ঘটিকায় ক্কারী সাইদুল ইসলাম’কে এলাকাবাসির পক্ষে
সম্মাননা স্মারক প্রদান করলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি
হাজী মো.ময়নুল ইসলাম মেন্দি মিয়া।
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতি বলেন, আলহামদুলিল্লাহ আমরা যোগ্য একজন ইমাম ও খতিব পেয়েছি। বিশেষ করে আমরা সকলেই হুজুরের কোরআন তেলাওয়াত এ মুগ্ধ। এবং তিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের মসজিদে বিগত এক বছর যাবত খেদমত করে যাচ্ছেন সাথে সাথে এলাকার যুবক ছেলেদের মসজিদমুখী থেকে শুরু করে নামাজ ও কোরআনের তালিম দিয়ে দ্বীনদার যুবক হিসেবে গড়ে তুলছেন। আমরা হুজুরের দীর্ঘ নেক হায়াত কামনা করি৷ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি মো.আলমাছ মিয়া,মো.আসিক মিয়া,সাংবাদিক মো. মালিক মিয়া.মুয়াজ্জিন মো.আজিদ মিয়া, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো.মনির মিয়া হিসাব রক্ষক ক্যাশিয়ার মো.ওয়াহিদ মিয়া,প্রবাসী সাহেব আলী মিয়া, সমাজ সেবক মো.সুমন মিয়া। যুবক কমিটির সভাপতি, মো.রাহাত আহমেদ, সম্পাদক শাহাবুদ্দিন মিয়া, এছাড়াও এলাকার
সর্বস্তরের মুসল্লিগন এতে উপস্থিত ছিলেন
সম্মাননা স্মারক প্রধান, শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়
Developed By Radwan Web Service