• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কাতার বিশ্বকাপের গ্রুপ-বিভাগ, ব্রাজিল-আর্জেন্তিনার প্রতিপক্ষ কারা দেখে নিন

নিজস্ব প্রতিবেদক॥ / ১৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

একই গ্রুপে স্পেনজার্মানি, কাদের বিরুদ্ধে মাঠে নামবেন রোনাল্ডোরালটারিতে নির্ধারিত হয়ে গেল কাতার ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিভাগ। আটটি গ্রুপের ছবি সামনে আসতেইনড়েচড়ে বসেন ফুটবলপ্রেমীরা। আসন্ন ফিফা বিশ্বকাপে কোন দল গ্রুপ অফ ডেথে পড়ে গেল, তা নিয়ে শুরুহয়ে যায় জোর আলোচনা। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স জায়গা পেয়েছে ডিগ্রুপে। তাদের সঙ্গে রয়েছেডেনমার্ক তিউনিশিয়া। চতুর্থ দল হিসেবে এই গ্রুপে অংশ নেবে আমিরশাহি, অস্ট্রেলিয়া অথবা পেরু। মেসিরআর্জেন্তিনা সিগ্রুপে লড়াই চালাবে লেওয়ানডোস্কির পোল্যান্ডের বিরুদ্ধে। সিগ্রুপের অপর দুটি দল হলসৌদি আরব মেক্সিকো।

নেইমারের ব্রাজিল জিগ্রুপে মাঠে নামবে সার্বিয়া, সুইজারল্যান্ড ক্যামেরুনের বিরুদ্ধে। উল্লেখযোগ্য বিষয়হল, স্পেন জার্মানি একই সঙ্গে লড়াই চালাবে গ্রুপে। জাপান ছাড়া গ্রুপে জায়গা করে নেবে কোস্টা রিকাঅথবা নিউজিল্যান্ডের মধ্যে কোনও এক দল।

কোরিশ্চিয়ানো রোলান্ডের পর্তুগাল রয়েছে বিশ্বকাপের এইচ গ্রুপে। তাঁদের লড়াই ঘানা, উরুগুয়ে দক্ষিণকোরিয়ার বিরুদ্ধে। 

ফিফা বিশ্বকাপের গ্রুপ বিভাগ:-
গ্রুপ: কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল
গ্রুপবি: ইংল্যান্ড, ইরান, আমেরিকা, স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন
গ্রপসি: আর্জেন্তিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রপডি: ফ্রান্স, আমিরশাহি/অস্ট্রেলিয়া/পেরু, ডেনমার্ক, তিউনিশায়
গ্রপ: স্পেন, কোস্টা রিকা/নিউজিল্যান্ড, জার্মানি, জাপান
গ্রপএফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রপজি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
গ্রপএইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service